শনিবার, ১৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এমপি শাওনের পিতার মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের পিতার মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এর পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর হাজী নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বাদ আছর লালমোহন উপজেলা ও পৌরসভা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মোনাজাতে মরহুম পিতার স্মৃতিচারণ করে সাংসদ শাওন বলেন, আমার বাবা আমাকে, আমার পরিবারকে খুবই ভালবাসতেন। আমার জন্যই তিনি এ লালমোহন তজুমদ্দিনের মানুষের জন্য দোয়া করতেন। তাঁর কোন লোভ ছিলনা। তাঁর সবসময় একটি চাওয়াই ছিল, তা হলো জান্নাত পাওয়া, বেহেশত পাওয়া।
বাবার জন্য সকলের নিকট দোয়া কামনা করে সাংসদ শাওন আরো বলেন, আমার আলিশান বাড়ি ছেড়ে বাবা তার নিজের ঘরেই থাকতে ভালবাসতেন। সবসময় নামাজ আদায় আর সকলের জন্য দোয়া করতেন।
মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক মাও. রফিকুল ইসলাম।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবন্দগণ অংশগ্রহণ করেন।