শুক্রবার, ১২ জুলাই ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » সাগরে নিখোঁজ শশীভূষণের রসুলপুর ইউনিয়নের চার জেলে পরিবারকে চেয়ারম্যানের ত্রান সহায়তা।।লালমোহন বিডিনিউজ
সাগরে নিখোঁজ শশীভূষণের রসুলপুর ইউনিয়নের চার জেলে পরিবারকে চেয়ারম্যানের ত্রান সহায়তা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাসন প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার জেলে পরিবারকে ত্রান সহায়তা দিয়েছেন রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত।
শুক্রবার(১২জুলাই) বিকেল আড়াইটার দিকে রসুলপুর ইউনিয়ন পরিষদ থেকে এই ত্রান সহায়তা দেওয়া হয়।
যেসব জেলে পরিবারকে ত্রান সহায়তা দেওয়া হয়,রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিখোঁজ জেলে তছিরের পরিবার, সামছুদ্দিনে পরিবার, এবং ৬নং ওয়ার্ডের নিখোঁজ জেলে জাহাগীর বলির পরিবার ও হযরত আলী শৈয়ালের পরিবার। ত্রান সহায়তার মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,পেয়াজসহ অন্যন্য খাদ্য সামগ্রী।
উল্লেখ্যঃ গত ৪ জুলাই চরফ্যাসনের তারা শামরাজ ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে পাড়ি দেয় ট্রলার নিয়ে। তারা মোট ১৪ জন এই ট্রলারে ছিলেন। গত ৬ জুলাই ভোরে হঠাৎ ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি থেকে ছিটকে পড়ে যায় জেলেরা। সেই থেকে নিখোঁজ তারা।