শুক্রবার, ১২ জুলাই ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নকল উন্মুক্ত রেখেই শুরু,বহিস্কার-১৮।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নকল উন্মুক্ত রেখেই শুরু,বহিস্কার-১৮।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা অফিস : ভোলার চরফ্যাসনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ,বিএসএস পরীক্ষা নকল উন্মুক্ত রেখেই শুরু হয়েছে। এতে প্রথম দিনই নকল করার দায়ে মোট ১৮জনকে বহিস্কার করা হয়েছে। চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন তাদেরকে নকল করার দায়ে বহিস্কার করেন।
শুক্রবার(১২জুলাই)চরফ্যাসন ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্র সকালে বাংলা পরীক্ষায় ১২জন ও বিকেলে ইসলামের ইতিহাস পরীক্ষা ৬জনসহ মোট ১৮জন বহিস্কার করা হয়েছে।
পরীক্ষার কক্ষে শিক্ষকদের সামনেই কেউ পুরো বই, কেউ বইয়ের পাতা রেখে লিখছেন উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) বিএ,বিএসএস ১ম,২য়,৩য় ও ৪র্থ সেমিষ্টারের পরীক্ষার্থীরা।
ওই পরীক্ষা কেন্দ্রের কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকদের নকল প্রতিরোধ করা তো দূরের কথা, তাদের প্রহরায় এসব চলছে।
চরফ্যাসন ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রভাষক মনির হোসেন জানান, এই কেন্দ্রে সকালে বাংলা পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১৬৯জন পরীক্ষার্থী। বহিস্কার হয়েছে ১২জন। বিকেলে ইসলামের ইতিহাস পরীক্ষায় মোট অংশগ্রহন করেছে ১৩৫জন পরীক্ষার্থী। বহিস্কার হয়েছে ৬জন।
এই বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব অধক্ষ্য মোহাম্মদ হোসান বলেন, আমার পক্ষ থেকে নকল যারা করে তাদের ব্যাপারে কোন ছাড় নেই। উপজেলা নিবার্হী অফিসার যে কাজটি করেছেন আমি তা সমর্থন করি। ভবিষ্যতে কেউ নকল করলে কোন ছাড় দেওয়া হবে না। প্রতিটি পরীক্ষাই পড়াশুনা করে দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, যাদের কোনো উপায় নেই তারাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হয়। শিক্ষা নয়, সনদ হাতে পাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। এসব কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষকদের কিছুটা ছাড় দিতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা হলে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রত্যেক পরীক্ষার্থীর নিকট হতে ৪/৫ হাজার নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া হয়।
ওই কেন্দ্রে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে দায়িত্বে যারা ছিলেন তারা শুধু চা,নাস্তা খেতেই ব্যস্ত ছিলেন। তারা বলেন, আমরা এখানে নতুন এসেছি, তাই পরিস্থিতি এখনও বুঝতে পারিনি।
বাংলাদেল উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের(বাউবি) পরীক্ষায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কোন কাজ করতে দেওয়া হবে না, কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।