শুক্রবার, ১২ জুলাই ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বেতুয়া খালে অবৈধ বের জাল বসিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি।দুর্ভোগে দু’ কূলের শতশত মানুষ।।লালমোহন বিডিনিউজ
বেতুয়া খালে অবৈধ বের জাল বসিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি।দুর্ভোগে দু’ কূলের শতশত মানুষ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনের বেতুয়ার খালে অবৈধ বিহন্দি জাল, বের জাল ও খুছি জাল বসিয়ে বেতুয়ার খালে জলাবদ্ধতা সৃষ্টি করায় বেতুয়ার দু’ কূলের শত শত একর ফসলী জমি, ধানের বীজতলা এবং বসতি বাড়ী এখনো পানির নিচে, অবৈধ জালের কারনে জোয়ার -ভাঁটায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সূত্রে জানায়, এ বেতুয়া খালের দু কুলে হাজারো কৃষক বিভিন্ন প্রকার ধান চাষ,সবজি চাষ, রবি শষ্য সহ হরেক রকমের চাষাবাদ করে আসছে। সরকারি এ খালে প্রতি বছর উপজেলা মৎস্য অফিস কর্তৃক বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়, কিন্তু কিছু অসাধু ব্যক্তি কর্তৃপক্ষের চোখে বৃদ্ধাঙ্গুলী দিয়ে এ খালে অবৈধ জাল বসিয়ে ওই অবমুক্ত করা মাছের পোনা অবাধে নিধন করে যাচ্ছেন যা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। স্থানীয় সচেতন মহল ও এলাকা বাসীর দাবী কর্তৃপক্ষ যেন বেতুয়া খালের সকল প্রকার অবৈধ জাল অপসারনের ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন।