বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ১ হাজার পিস ইয়াবাসহ ভোলায় দুই মাদক ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
১ হাজার পিস ইয়াবাসহ ভোলায় দুই মাদক ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা : ভোলায় ১ হাজার ১০৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার উওর দিঘলদী উনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের মৃত সাদেক হাজির ছেলে মোঃ আকবর হোসেন (৪০) ও দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের মৃত আব্দুল হান্নানের ছেলে মো: রিয়াজ (১৮)।
ভোলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ শহিদুলের নেতৃত্বে একটি দল সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ১ হাজার ১০৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আকবর ও রিয়াজকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা মাদক বিক্রির ৫ হাজার ৩০০ টাকাও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।