বুধবার, ১৫ জুলাই ২০১৫
প্রথম পাতা » ফটোগ্যালারী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রায় ২০ কিলো নতুন বিদ্যুত সংযোগ উদ্ভোদন করলেন এমপি শাওন
লালমোহনে প্রায় ২০ কিলো নতুন বিদ্যুত সংযোগ উদ্ভোদন করলেন এমপি শাওন
লালমোহন বিডিনিউজ ডেস্ক : লালমোহনে প্রায় ২০ কিলো মিটার নতুন বিদ্যুত সংযোগ উদ্ভোদন করা হয়েছে। গত ১৪ জুলাই মঙ্গলবার ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহ্াজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি থেকে লালমোহন সদর, পশ্চিম চর উম্মেদ,রমাগঞ্জ ও চরভুতা ইউনিয়নে প্রায় ২ হাজার পরিবারের মধ্যে আলো জালিয়ে বিদ্যূত সংযোগ উ™ো¢ধন করেন । এতে ২ হাজার পরিবার নতুন ভাবে বিদ্যূতের আওতায় আসে। এমপি শাওন দুপুর ২ টায় লালমোহন ইউনিয়নে শাজাহান চেয়ারম্যানের এলাকায় ২.৫০ কিলো মিঃ, বিকাল ৩ টায় ফুলবাগিছায ২.৩৬ কিলো মিঃ, বিকাল ৪টায় পশ্চিম চর উম্মেদের সৈনিক বাজারে ১.৫০ কিলো মিঃ,এবং রায়পুরা কান্দি পৌনে ৩ কিলো মিঃ,বিকাল ৫ টায় রমাগঞ্জ ১কিঃমিঃ ও সাড়ে ৫ টায় চরভ’তা বাংলা বাজারে প্রায় ৩কিলো মিঃ সহ প্রায় ২০ কিলো মিঃ লাইনে নতুন ভাবে বিদ্যুত সংযোগ উদ্ভোধন করেন। বিদ্যুত লাইন উদ্ভোদন কালে এমপি শাওন বলেন সরকারের এ মেয়াদে তিনি লালমোহন ও তজুমদ্দিনের সকল ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ সহ লালমোহন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবিন্দু। এছাড়ও তিনি ঐ দিন লালমোহন অফিসার্স ক্লাবে প্রাকৃতিক দুর্যোগে নিহত ৭ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।