বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে খাদ্য গুদামের পরিছন্নকর্মীকে বিষ খাওয়ানো চেষ্টার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে খাদ্য গুদামের পরিছন্নকর্মীকে বিষ খাওয়ানো চেষ্টার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা খাদ্য গুদামের দাঁড়োয়ান মহব্বত আলীর বিরুদ্ধে ওই গুদামের পরিছন্নকর্মী মো: সামছুদ্দিন (৪০) কে জোরপূর্বক বিষ খাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, খাদ্য গুদামের দাঁড়োয়ান মহব্বত আলী দীর্ঘদিন যাবৎ গুদামের মালামাল নিয়ে অনিয়ম করে আসছেন। তার অনিয়ম নিয়ে গুদামের দায়িত্বরত খাদ্য গুদাম কর্মকর্তা আ: জলিল কে বিষয়টি কয়েকবার অবহিত করেছেন পরিছন্নকমী মো: সামসুদ্দিন। তারই জের ধরে বৃহস্পতিবার বিকেলে সামসুদ্দিনের বাসায় গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক বিষ খাওয়ানোর চেষ্টা করে দাঁড়োয়ান মহব্বত আলী।
সামসুদ্দিন জানান, খাদ্য গুদামের দাঁড়োয়ান মহব্বতের অনিয়মের কথা উপরোস্থ কর্মকর্তাকে জানানোর কারণে দুপুরে ৩জন লোকসহ আমার বাসায় আসে মহব্বত আলী। তারা আমার মুখ টিপে হা করিয়ে মুখে বিষ ঢেলে দেয়। তাদের সাথে ঝাপটা ঝাপটির একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি।
সামসুদ্দিন আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারী আমি কাজে যোগদান করেছি। সততার সাথেই আমি আমার কাজ করেছি। স্থানীয় বিএনপির মদদে বিভিন্ন সময় গুদামের মালামাল চুরিসহ বিভিন্ন অনিয়ম করে বেড়ায় মহব্বত আলী।
সামসুদ্দিনকে উদ্ধারকারী গুদামের নিরাপত্তাকর্মী বাদশা মিয়া জানান, দুপুরবেলা কাজ করার সময় সামসুদ্দিনের বাসার দিক থেকে চিৎকার চেচামেচি শুনে এগিয়ে যাই। সেখানে গিয়ে সামসুদ্দিনকে অসুস্থ্যবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। এসময় তার কাছ থেকে বিষের গন্ধ বেরুচ্ছিল। পরে কর্তব্যরত ডাক্তার তাকে বিষমুক্ত করতে পেট ওয়াস করেন।
এ ব্যাপারে খাদ্য গুদামের দাঁড়োয়ান মহব্বত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওসিলিসডি স্যার সাইটে আছে তো, আপনি আসেন, ওসিলিসডি স্যার কে বলতে হবে।
এ ব্যাপারে জানতে চেয়ে খাদ্য কর্মকর্তা আ: জলিল এর মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।