শপথ নিলেন ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রী
লালমোহন বিডিনিউজ,সোহেল ঢাকা: শেখ হাসিনার সরকারে নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের নেতা ব্যবসায়ী নূরুল ইসলাম বিএসসি। বর্তমান দুই প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ইয়াফেস ওসমান পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া সংসদ সদস্য তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে তারা এক এক করে বঙ্গভবনে প্রবেশ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঞয়া।