মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের বেতুয়ায় মাছের পোনা অবমুক্তি।। লালমোহন বিডিনিউজ
লালমোহনের বেতুয়ায় মাছের পোনা অবমুক্তি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার বেঁতুয়ার খালে এসব মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার বিভিন্ন খাল ও জলাভূমিতে পর্যায়ক্রমে প্রায় ১৪ মন মাছের পোনা অবমুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্ত মিশ্র, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোসলেহ উদ্দিন লিটন ও সম্পাদক সফিউল আলম প্রিন্স প্রমুখ। এদিকে বেতুয়া খালে অবৈধ বের জাল,মশারি জাল, বেহন্দি জালের মাধ্যমে কিছু অসাধু মৎস্য আহরনকারী প্রতিদিন বেতুয়া খালে মাছ ধরতে থাকে এবং স্থানীয় বিভিন্ন হাট বাজারে বিক্রি করে আসছে।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবি বাংলাদেশ সরকার দেশের উন্নয়নকল্পে স্থানীয় উপকূলীয় এলাকায় বিভিন্ন নদী,খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে আসছে প্রতিবছর কিন্তু কর্তৃপক্ষ যদি যে সকল খালে মাছের পোনা অবমুক্ত করা হয় সে সকল খালের অবৈধ বের জাল,খুছি জাল, কারেন্ট জাল সহ বিভিন্ন প্রজাতির জাল অপসারনের ব্যাপারে জরুরী ব্যবস্থা নেয়, না হলে সরকারের এ সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ভেস্তে যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসান রুমি বলেন, বেতুয়ার খালের যত অবৈধ জাল বসানো আছে সব অপসারনের ব্যাপারে মাইকিং করা করা হবে। আর যারা জাল তুলে না নিবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।