বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার “ইসলামিয়া কামিল মাদ্রাসা’র” অধ্যক্ষ মাও. মোশারফ হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থীরা মাদ্রাসার প্রাঙ্গনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারী আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. ইমরান জানায়, মাদ্রাসা অধ্যক্ষ মাও. মোশারফ হোসেন জামাত শিবিরের কর্মী। তিনি শিক্ষার্থীদের কে ছোটবড় ভুলে বিভিন্ন সময় লাঞ্চিত করেন। অনেক শিক্ষার্থীদের চুল কেটে দিয়েছেন। আর এসব অপকর্মের কারণেই ওই অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এসময় মাদ্রাসার মাঠে থাকা একটি মোটর সাইকেলেও আগুন দিতে উদ্যত হয় শিক্ষার্থীরা।
পরে লালমোহন থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোশারফ হোসেন বলেন, অনেক শিক্ষার্থীর পোশাক ও পরিবেশ মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা চুল বড় রাখে এবং জিন্স, পাঞ্জাবী পড়ে মাদ্রাসায় আসে। এসব কারণে আমি কয়েকজনের চুল কর্তন করেছি।