মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা আটক।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে কোষ্টগার্ড ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়ে জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা আটক করে। পরে আটককৃত মাছ শশীগঞ্জ স্লুইজঘাটে এনে এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকাগামী যাত্রীবাহি লঞ্চ এমভি ফারহান-৪ এ অভিযান চালায় কোষ্টগার্ড। এ সময় একটি ঝুড়িতে ৪০ কেজি জাটকা ইলিশ ও ৩শ কেজি ছোট পাঙ্গাস মাছ আটক করা হয়। তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল হক জানান, বিকালে এসব মাছ শশীগঞ্জ ঘাটে এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।