সোমবার, ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
ভোলায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ১ হাজার ৪০৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ সুকুমার মিস্ত্রি (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুকুমার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল গ্রামের নারায়ণ চন্দ্র মিস্ত্রীর ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় লঞ্চ যাত্রী সুকুমারকে ১ হাজার ৪০৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত সুকুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।