সোমবার, ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » বিবিধ » ক্রিকেট বিশ্বকাপ: আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।। লালমোহন বিডিনিউজ
ক্রিকেট বিশ্বকাপ: আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চলমান বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপুর্ণ ম্যাচে আজ সোমবার (২৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে ফেভারিট হিসেবেই এই ম্যাচে আফগানদের মুখোমুখি হবে মাশরাফির দল।
এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে আফগানদের উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ইনজুরি সমস্যা কাটিয়ে এই ম্যাচে মোসাদ্দেক সৈকত ফিরবেন এমন আশায় করছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট।
অন্যদিকে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে হার মেনেছে আফগানিস্তান। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। সাউদ্যাম্পটনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।