শুক্রবার, ২১ জুন ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে হিসেবে পরিনত করেছে-আইনমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে হিসেবে পরিনত করেছে-আইনমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন : আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^ উন্নয়নের রোড মডেল হিসেবে পরিনত করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট বোঝেন, শেখ হাসিনার এ অনুভূতির জন্যই আজ চরফ্যাসনের জনসাধারণ ভোলা থেকে চরফ্যাসন দায়রা জজ আদালত প্রায় ৮০কিলোমিটার পথের দুর্ভোগ কমেছে। জননেত্রী শেখ হাসিনাকে এ অঞ্চলের গরিব দুঃখি ও মেহনতি মানুষের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চরফ্যাসন ও মনপুরাবাসীর জন্য একটি দায়রা জজ আদালত স্থাপন করে দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলার চরফ্যাসনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ব্রজগোপাল টাউন হলে এ্যাডভোকেট আনিসুল হক এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো ভোলার চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি।
ভোলা জেলা দায়রা জজ আদালতের সিনিয়র বিচারপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত ভোলা ফেরদৌস আহমেদ,চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন,মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা চৌধুরী, চরফ্যাসনের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারপতি নুর ইসলাম ।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আ’লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বাদল কৃষ দেবনাথ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন,চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, চরফ্যাসন প্রেসক্লাব সাধারন সম্পাদক ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাসন আইনজীবি সমিতির সাধারন সম্পাদক জিপি মোজাম্মেল হক প্রমূখ। এছারা আইনমন্ত্রী নবগঠিত চরফ্যাসন আইনজীবী সমিতির কার্যালয় উদ্বোধন করেন।