সোমবার, ১৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অসুস্থ্য, হাসপাতালে ভর্তি রোগমুক্তি কামনায় ভোলায় দোয়া-মোনাজাতসহ তার পক্ষ থেকে শাড়ি লুঙ্গি বিতরন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অসুস্থ্য, হাসপাতালে ভর্তি রোগমুক্তি কামনায় ভোলায় দোয়া-মোনাজাতসহ তার পক্ষ থেকে শাড়ি লুঙ্গি বিতরন
ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বুকে ব্যথা জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়ায় সোমবার সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় দুপুরে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, বাংলাবাজার ছাড়াও জেলা শহরের পৌর এলাকার মসজিদে দোয়া-মোনাজাত করা হয়েছে। বোরহানউদ্দিনে দোয়া-মোনাজাতে অংশ নেয়ার পাশপাশি উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল ।অপর দিকে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ভোলা পৌর এলাকার সকল মসজিদে দোয়া-মোনাজাতে মুসল্লীরা অংশ নেন।
এদিকে বানিজ্যমন্ত্রী আসতে না পারায় তার পক্ষ থেকে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ২৫ হাজার শাড়ি,৫ হাজার লুঙ্গি ও ১০ হাজার শার্ট বিতরন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের উদ্দ্যোগে পৌরসভার ৭৫টি দোয়া কমানা করা হয় ও মসজিদের ঈমাম, মোয়াজ্জেম ও তাদের স্ত্রীদের জন্য শাড়ি-লুঙ্গিও দেয়া হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯শত জনের মাঝে ৯ লাখ টাকা ও ২ হাজার শাড়ি বিতরন করা হয়। এ ছাড়া বাণিজ্য মন্ত্রীর পক্ষে পৌর এলাকায় আরো ২ হাজার শাড়ি বিতরন করা হয়।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে বানিজ্যমন্ত্রীর ভোলায় আসার কথা ছিল। অসুস্থ্যতার কারনে ওই প্রোগ্রাম আপাতত বাতিল করা হয় বলে জানান পৌর মেয়র মনিরুজ্জামান।