
রবিবার, ১৬ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বোরহানউদ্দিনে স্বাস্থ্য সহকারী কহিনুর বেগমের বিরুদ্ধে টিকা বঞ্চিত শিশুর অভিযোগ! লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে স্বাস্থ্য সহকারী কহিনুর বেগমের বিরুদ্ধে টিকা বঞ্চিত শিশুর অভিযোগ! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৩ নং ওয়ার্ড খ/১ কেন্দ্রের স্বাস্থ্য সহকারী কহিনুর বেগমের বিরুদ্ধে সরকারী টিকা না পেয়ে অভিযোগ করেছে দুই শিশু ও তাদের অভিভাবক।
রবিবার (১৬ জুন) দুপুরে বড় মানিকা ০৭ নং ওয়ার্ডের সরকারী টিকা বঞ্চিত তিন বছরেরে শিশু তানিয়া ও তামান্নাসহ তাদের পরিবার এ অভিযোগ করেন।
শিশু তানিয়া ও তামান্নার মা রাবেয়া বেগম লিখিত অভিযোগ করে বলেন, স্বাস্থ্য সহকারী কহিনুর বেগম আমাদেরকে না জানিয়ে টিকা দিতে আসেন, আমরা এলাকার মানুষের কাছে শুনতে পেয়ে রবিবার দুপুর ১ টায় হাসেম মাস্টার বাড়িতে আমার দুই সন্তানকে নিয়ে টিকা দিতে যাই। সেখানে তাকে পাইনি। পরে শুনি স্বাস্থ্য সহকারী কহিনুর বেগম তার বাড়িতে চলে যায়। তাই আমার সন্তানদেরকে টিকা দিতে পারি নাই। আমরা ইন্সপেট্টার জসিম স্যারকে জানাই। তিনিও এসে তাকে পায়নি। পরে আমার মেয়েদের আর সরকারী টিকা দেওয়া হয়নি। স্বাস্থ্য সহকারী কহিনুর বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার সবকাজ করেই বাসায় চলে আসছি। তবে তার স্বামী বলেন আপনি জত পারেন পেপারে লেখেন, আপনি লিখলে ঠিক থাকতে পারবেন না (হুমকি প্রদান করেন)। এ ব্যপারে ইন্সপেট্টার জসিম এর কাছে জানতে চাইলে তিনি জানান, টিকা বঞ্চিত শিশুরা ও তার পরিবার আমাকে জানিয়েছে , আমি এসে স্বাস্থ্য সহকারী কহিনুর বেগমকে তার কর্মস্থলে পাই নি। এবং আমি ভিজিট করতে এসেও তাকে পাইনি। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস মোঃ জহুরুল ইসলাম শাহিন জানান, আমি বিষয়টি শুনেছিন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুর (রেখা) বলেন, সরকারি কর্মন্থল ফাঁকি দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি শুনেছি। টিএসকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।