সোমবার, ১৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
দৌলতখানে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
ভোলা প্রতিনিধি :ভোলার দৌলতখানে বিএনপি’র অর্ধশত নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন। গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলার চরপাতা ইউনিয়নের ২নং ওয়ার্ডে কেরানী বাজার এলাকায় প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে এই অর্ধশত নেতাকর্মী যোগদান করেন।
এসময় তিনি বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতুর দূর্নীতির কথা উল্লেখ করে যে বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল সেই বিশ্ব ব্যাংকই বাংলাদেশকে নিম্ম মধ্যেম আয়ের দেশ হিসাবে ঘোষনা করেছে। তিনি আরো বলেন, দেশে ৯২ দিন অবরোধ করেছে বিএনপি। ২০০ জনকে পুড়িয়ে হত্যা করেছে, খালেদা জিয়া বলেছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে আমি বাড়ি ফিরব না। কিন্তু হাসিনা তার নিজের জায়গাতেই রয়েছেন, আর খালেদা মামলার হাজিরা দিয়ে বাড়ি উঠেছেন। এই দেশে বিএনপির কোন আন্দোলনই আর আলোর মুখ দেখবে না। এসময় এমপি মুকুল ঐ এলাকার সকল কাচা রাস্তা পাকা করার ঘোষনা দিলে উল্লাসে ফেটে পড়ে এলাকার জনগন।
এর আগে সন্ত্রাসী হামলায় আহত চরপাতা ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক চুন্নুকে দেখতে তার বাসায় যান এই সাংসদ। পরে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নুরউদ্দিনের দোকান এলাকায় একটি আ’লীগ কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন কান্টু, উপজেলা আ’লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, যুবলীগ সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ ।