শনিবার, ১৫ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন কে বরিশালে বদলি।। লালমোহন বিডিনিউজ
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন কে বরিশালে বদলি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার জেলা পুলিশ সুপার মোকতার হোসেন (পিপিএম সেবা) কে বরিশাল মহানগরীতে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন সরকার মোহাম্মদ কায়সার। তিনি ঢাকায় পুলিশ সুপার এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর ভোলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে বরিশাল বিএমপিতে বদলি হলেন পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেন।
ভোলা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন ও আইন শৃঙ্খলা রক্ষায় তিনি ব্যাপক ভূমিকা পালন করে জনমনে স্থান করে নিয়েছেন।
মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি সরকারের তরফ থেকে পিপিএম পদক পাওয়ার গৌরব অর্জন করেন।
পটুয়াখালী জেলার বাসিন্দা মোকতার হোসেন এর আগে চট্টগ্রামে কর্মরত ছিলেন। ২০১৬ সালে ততকালীন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বদলী হওয়ার পর মোকতার হোসেন ঐ সালের ১৪ জুলাই ভোলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মোকতার হোসেন তিনি দীর্ঘদিন ভোলায় সুনামের সাথে থেকে সাধারণ জনগণের সাথে মিশে আইন শৃঙ্খলা রক্ষা করেছে।