শুক্রবার, ১৪ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » অসুস্থ হতদরিদ্রের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।। লালমোহন বিডিনিউজ
অসুস্থ হতদরিদ্রের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।। লালমোহন বিডিনিউজ
সালাম সেন্টু, লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড চর অন্নদা প্রসাদ গ্রামের হতদরিদ্র ও দিনমজুর অসুস্থ্য জসিম উদ্দিনের পাশে দাঁড়ালেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।
বিশেষ কাজে ঢাকা অবস্থানকালে দিনমজুর জসিম উদ্দিনের অসুস্থতার সংবাদ শুনে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মিয়ার ছোট ছেলে ও লালমোহন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মামুন রানা কে ফোন করে দিনমজুরের অসুস্থ্যতার খোঁজ খবর ও তার চিকিৎসা করানোর দায়িত্ব দেন।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এলাকার মানুষের বিপদাপদে সবসময় পাশে থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। আমি তাঁর কর্মী হিসেবে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি।