বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় থাকছে না জিপিএ-৫।। লালমোহন বিডিনিউজ
জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় থাকছে না জিপিএ-৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আগামী জেএসসি পরীক্ষা থেকেই জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকছে না। জিপিএ-৫ এর পরিবর্তে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ-সিজিপিএ-৪ এ ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১২ জুন (বুধবার) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে সিজিপিএ পুনর্বিন্যাসের খসড়া উপস্থাপনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বর্তমানে পাবলিক পরীক্ষার ফল সিজিপিএ-৫ এ হলেও বিশ্ববিদ্যালয়গুলোতে সিজিপিএ ৪-এর মধ্যে ফল প্রকাশ করা হয়। আর বিদেশে সব প্রতিষ্ঠানেই সিজিপিএ-৪ এর মধ্যেই ফল প্রকাশ করা হয়। ফলে দেশে ও দেশের বাইরে উচ্চতর শিক্ষা ও চাকরিতে নানা সমস্যা পড়তে হয়। সেজন্য এসএসসি ও এইচএসসি সনদের সমতা করে বিদেশে যেতে হয়। এসব সমস্যা সমাধানেই এ উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।