
রবিবার, ৯ জুন ২০১৯
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বরিশাল | বিনোদন | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাটারফ্লাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বাটারফ্লাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর চরমোল্লাজী জামে মসজিদ সংলগ্ন মাঠে বাটারফ্লাই ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্ত হয়।
এ খেলায় মোট ৪ টি দল অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত সূর্যমূখী একাদশ ও নাইন স্টার একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আনন্দ ও উৎসবমূখর পরিবেশে দু দলের মধ্যে হাড্ডা - হাড্ডি লড়াই দর্শক মাতিয়ে তোলে। স্থানীয় শত শত দর্শক এ খেলা উপভোগ করেন। শেষ পর্যন্ত সূর্যমূখী একাদশকে ০- ১ গোলে হারিয়ে নাইন স্টার একাদশ চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করেন। তাদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন নাইন সস্টার একাদশের খেলোয়ার মোঃ সুমন। এ খেলায় উপস্থিত ছিলেন, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রলীগ নেতা ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র ছাত্রী কল্যণ সমিতির দপ্তর সম্পাদক মো. ওবায়েদ (তানভীর) এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বিজয়ীদের মাঝে আর্থিক অনুদান ও চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন ছাত্রলীগ নেতা ওবায়েদ (তানভীর) ও স্থানীয় সমাজ সেবক মোঃ ইব্রাহীম প্রমূখ।