রবিবার, ৯ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শ্রমিকলীগ সহ-সভাপতির ওপর সন্ত্রাসী হামলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে শ্রমিকলীগ সহ-সভাপতির ওপর সন্ত্রাসী হামলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতি সাইদুল ইসলাম মাসুদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত মাসুদ বর্তমানে লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, শনিবার (৮ জুন) সন্ধ্যায় লালমোহন থানার মোড় এলাকায় একদল সন্ত্রাসী বাহিনি মাসুদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে মাসুদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় তিব্র নিন্দা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে উপজেলা শ্রমিকলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ও আহত মাসুদের পরিবার।