বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাজধানীর বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
রাজধানীর বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমাটি উদ্ধার করা হয়।শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান সাংবাদিকদের জানান, ‘রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রোল ভরা বোতল দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয়। পরে শাহবাগ থানা পুলিশ পেট্রোল বোমাটি উদ্ধার করে।’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, ‘দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।’দুদিন আগেও রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।