সোমবার, ১৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আজ সকাল ৬টায় এমপি শাওন লালমোহন এসেই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন
আজ সকাল ৬টায় এমপি শাওন লালমোহন এসেই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন
লালমোহন বিডিনিউজ ডেস্ক :আজ সোমবার সকাল ৬টায় ভোলা ৩ লালমোহন তজুমদ্দিনের গন মানুষের নেতা আলহাজ্ব নুরুন নবী
চৌধুরী শাওন লঞ্চ যোগে নাজীর পুর হয়ে লালমোহন এসেছেন । এসেই সকাল ৭ টায় নয়ানী গ্রামে, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আ ন ম শাহজামাল দুলালের মায়ের কবর জিয়ারত করেছেন ।, আজ আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে ,সকাল ৯.৩০ মিনিটে লালমোহন সরকারী শাহবাজপুর কলেজ মাঠে বৃক্ষরোপন , বিকাল ৩টায় সরকারী শাহবাজপুর কলেজ মাঠে ফুটবল টুনামেন্ট উদ্ভোদন করার কথা রয়েছে, এবং তজুমদ্দিনে বিভিন্ন প্রোগ্রামের সম্বাবনাও রয়েছে বলে যানাযায় ।