মঙ্গলবার, ৪ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য দোয়া চাইলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য দোয়া চাইলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : বিদেশের মাটিতে ক্রিকেট খেলা বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দোয়া চাইলেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, নিজেদের সীমানা ছাড়ায়ে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করেছে। ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম দিনের খেলায় জয়লাভ করায় আমরা আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে জিতবে আশা করি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ক্রিকেট দলের জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে বাংলাদেশ খেলাধুলায় বিশ্বের বুকে গৌরব অর্জন করতে সক্ষম হয়। ৩ জুন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আলহাজ্ব নুরুল ইসলাম ক্বওমী মাদ্রসা মসজিদে দুস্থ ও এতিমদের মাঝে শাড়ি লুঙ্গি ও জামাকাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, খেলাধুলার উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনা সবসময় নজর রাখেন। বিএনপি কখনো এসবের খবর রাখেনি। বিএনপি সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসে না। তারা শুধু ভোটের রাজনীতি করে। আমরা ভোটের রাজনীতি করি না। শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক বিজ্ঞানসম্মত উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে চলছি। ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনা বদ্ধপরিকর। এমপি শাওন বলেন, আমি আমার অসুস্থ মা বাবাকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে ঈদ করার জন্য এসেছি। আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের সেবা করতে পারলে আমি আনন্দ পাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, পৌর কাউন্সিলর আলহাজ্ব জুলফিকার মিয়া ও হেলাল উদ্দিন প্রমুখ।