সোমবার, ৩ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সরকারের ইতিবাচক দিক তুলে ধরে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন-এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
সরকারের ইতিবাচক দিক তুলে ধরে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন-এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করছেন, নতুন প্রজন্মকে যেভাবে তৈরি করে রেখে যেতে চাচ্ছেন, আমরা যদি তাকে সহযোগিতা করি তাহলে ২০৪১ সালের আগেই ক্ষুধা দারিদ্রমুক্তও আধুনিক বিজ্ঞানসম্মত একটি বাংলাদেশ আমরা পাবো।
রবিবার (২ জুন) লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে সাংসদ শাওন বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনারা আরও যত্নবান হন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট দায়বদ্ধতা আছে। কোন নেতিবাচক সংবাদ লিখেই যে আপনি ভাল সংবাদকর্মী হয়ে গেলেন সেটা বিষয় নয়। প্রতিটি পত্রিকায়ই নেতিবাচক ও ইতিবাচক সংবাদ থাকবে। আপনারা চেষ্টা করবেন ইতিবাচক সংবাদকে বেশি করে তুলে ধরতে, যাতে পাঠক আনন্দ পায়।
লালমোহন প্রেসক্লাব সভাপতি আ: সাত্তারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম অরুন, প্রেসক্লাব সম্পাদক জসিম জনি, রিপোটার্স ইউনিটি সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক শাহিন আলম মাকসুদ, মিডিয়া ক্লাব সভাপতি রিপন শান, সম্পাদক ফয়েজ ফ্যাশনসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ।