রবিবার, ২ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে অসহায় ও গরীবদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করলেন মুকুল।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে অসহায় ও গরীবদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করলেন মুকুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে গরীব ও অসহায় মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
রবিবার (২ জুন) সকালে টবগী ইউনিয়নের প্রায় ৭ হাজার হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী অজম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টবগী ইউনিয়নের চেয়ারম্যান, বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব কামরুল আহসান চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।