
সোমবার, ১৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের নামে চাদাবাজীর মামলা
চরফ্যাশনের দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের নামে চাদাবাজীর মামলা
দুলারহাট সংবাদদাতা : চরফ্যাশনের দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম শাহে আলম খোকন, সহকারী অধ্যাপক রুহুল আমিন, আবুল কালাম আজাদ, প্রভাষক সালাউদ্দিন ও ইকবালকে আসামী করে চাঁদাবাজী ও মারপিটের অভিযোগে চরফ্যাশন থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চর তোফাজ্জল গ্রামের হাজী ইসমাঈল ডাক্তারের ছেলে ফকর উদ্দিন জসিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম শাহে আলম খোকন মামলা প্রসংগে বলেন, মামলার অভিযোগ সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, সাজানো কাহিনী, দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজটিকে ধ্বংস করার উদ্দেশ্য এ মামলা দায়ের করেছে। ইতি পূর্বে তারা এ কলেজে তালা ঝুলিয়ে সফল হতে না পেরে এখন মিথ্যা মামলা দিচ্ছে।
তবে এ ব্যাপারে মামলার বাদীর সাথে একাদিক বার যোগাযোগের চেষ্টার করেও তার ফোন নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাসার জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের হয়েছে।
এদিকে দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম শাহে আলম খোকনসহ পাাঁচ শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন ভোলা জেলা বাকবিশিস’র নেতৃবৃন্দ।