
রবিবার, ২ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপি শুধু ভোটের সময় জনগণের কাছে যায়-তোফায়েল আহমদ।। লালমোহন বিডিনিউজ
বিএনপি শুধু ভোটের সময় জনগণের কাছে যায়-তোফায়েল আহমদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী বর্তমান বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না এসে এখন তাদের করুণ অবস্থা এবং বিলুপ্তির পথে। দলের নেতা কর্মীদের মধ্যে কোণদল দেখা দিয়েছে। কারন বিএনপি জনগণের পাশে ছিল না। বিএনপি শুধু ভোটের সময় জনগণের কাছে যায়।
রবিবার (২ জুন) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়নের বাণিজ্য করেছে। টাকার বিনিময়ে এক একটি আসনে দুই তিনজন করে প্রার্থী দেওয়া হয়েছে। যার কারণে জনগণ তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। বর্তমানে এ সরকারের আমলে দেশ উন্নয়নে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ তারই স্বপ্ন পূরণ হয়েছে। দেশে ক্ষুধা ও দারিদ্র্যমুক্তর হার একেবারে নেই বললেই চলে।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভেদুরিয়া ও ভেলুমিয়ার ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ দুই ইউনিয়নের হাজারো মানুষ।