শনিবার, ১ জুন ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশ ক্ষুদা ও দারিদ্র মুক্ত হতে যাচ্ছে–তোফায়েল আহমেদ।। লালমোহন বিডিনিউজ
বাংলাদেশ ক্ষুদা ও দারিদ্র মুক্ত হতে যাচ্ছে–তোফায়েল আহমেদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি।। সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে বাংলাদেশ ক্ষুদা ও দারিদ্র মুক্ত হতে চলছে। আগে যেমন অনেক গরীব মানুষ ছিল খেতে পারতো না এখন আর সে অবস্থা নেই। এখন সবাই পেট ভরে খেতে পারে।
শনিবার ( ১ জুন) দুপুরে ভোলা পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে ভোলার শহরের ওয়াদুল হক মহা বিদ্যালয় মাঠে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজুর সভাতিত্বে তোফায়েল আহমেদ আরো বলেন, এবারের বাজের্টে আমরা ৯৩ লাখ মানুষকে অন্তভূক্ত করেছি। আগে বাংলাদেশে দারিদ্রের সংখ্যা ছিল শতকরা ৪৪ জন। এখন বর্তমানে তা কমে দাড়িয়ে শতকরা ২০/২১ জন। এবং হতদরিদ্রের সংখ্যা বর্তমানে ১১ জনেরও কম দাঁড়িয়েছে। মানুষের অবস্থা বর্তশানে ভাল হচ্ছে। আগে নিষেধাজ্ঞাকালীন সময় জেলেরা ৪০ কেজি করে চাল বিতরণ করা হতো । বর্তমানে ৪৪ কেজি করে চাল বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। তার সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রমূখ।