মঙ্গলবার, ২৮ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন-তজুমদ্দিনবাসীর দিনবদলের প্রতিশ্রুতি নিয়েই এ অঞ্চলে পদার্পণ-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন-তজুমদ্দিনবাসীর দিনবদলের প্রতিশ্রুতি নিয়েই এ অঞ্চলে পদার্পণ-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু :
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, লালমোহন ও তজুমদ্দিনের প্রতিটি মানুষের দিনবদলের প্রতিশ্রুতি নিয়েই আমার এ অঞ্চলে পদার্পণ।
মঙ্গলবার (২৮ মে) রাতে নিজের ফেসবুক পেজে নিজ নির্বাচনী এলাকার মানুষের সুখে দুখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সাংসদ শাওন লিখেন, “লালমোহন-তজুমদ্দিনের প্রতিটি সেক্টরের দিকেই আমি দৃষ্টি রাখি। প্রতিটি মানুষের মুখে হাসি ফোঁটানোই একমাত্র লক্ষ্য। একজন সফল সংসদ সদস্য সকল ক্ষেত্রে পারদর্শী হতে হয়। প্রয়োজনে তাহাকে কৃষকের কষ্টের সাথে একাত্মতা ঘোষনা করে লাঙ্গল-গরু দিয়ে হালচাষ করতে হবে! একজন মৎস্য আহরণকারী, কৃষক বা দিনমজুরের কষ্ট যদি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে অনুধাবন করতে না পারেন তাহলে তাদের প্রতি আপনার সহানুভূতি আসবে না। প্রকৃতপক্ষে প্রতিটি মানুষের দিনবদলের প্রতিশ্রুতি নিয়েই আমার এ অঞ্চলে পদার্পণ”।
উল্লেখ, ২০১০ সালের ২৪ এপ্রিল একটি উপনির্বাচনের মধ্য দিয়ে ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। নির্যাতিত, নীপিড়িত এ অঞ্চলের সাধারণের মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখিয়েছেন আশার আলো। আর তাই এ অঞ্চলের মানুষ তাঁকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করেন।