শনিবার, ২৫ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বজ্রপাতে লালমোহনে দুই নারী আহত।। লালমোহন বিডিনিউজ
বজ্রপাতে লালমোহনে দুই নারী আহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের বদরপুরে বজ্রপাতে দুই নারী আহত হয়েছে।শনিবার (২৫ মে) সকালে ওই ইউনিয়নের বগীরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই গ্রামের বশির আহমদের স্ত্রী ইয়াসমিন বেগম (৩২) ও সেলিম উদ্দিনের স্ত্রী নিরু বেগম (২৮)।আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বৃষ্টি চলাকালীন সময়ে ওই দুই নারী সাংসারিক কাজে পুকুর ঘাটে যায়। এসময় তাদের পাশেই বজ্রপাত হলে বজ্রের তাপে তাদের পা দগ্ধ হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভোলা প্রেরণ করেন।