শুক্রবার, ২৪ মে ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় গরিব অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করলেন জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় গরিব অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করলেন জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার ৪টি ইউনিয়নে দুঃস্থ, গরীব, ও অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
শুক্রবার (২৪ মে) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কোড়ালিযা বাজার, উত্তর সাকুচিয়া ইউনিয়নে বদিউজ্জামান দাখিল মাদ্রাসা মাঠে, হাজিরহাট ইউনিয়নে ফকিরহাট বাজারে দুঃস্থ গরীবদের মাঝে শাড়ি বিতরণ করেন।
আগামীকাল ২৫ মে (শনিবার) মনপুরা ইউনিয়নে মনপুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুঃস্থ গরীবদের মাঝে শাড়ি বিতরণ করবেন।
এছাড়াও তিনি প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে মনপুরা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মনপুরা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে যোগদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, চরফ্যাসন পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ শুভ্র, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর প্রমুখ।