বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » দুলারহাট থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
দুলারহাট থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : সাবেক উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চরফ্যাশন উপজেলা আ’লীগের সভাপতি চরফ্যাশন-মনপুরার আসনের সাংসদ আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় দুলার হাট থানা ভবনের জন্য ১১ কোটি টাকা ব্যায়ে একটি আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টার দিকে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় তিনি দুলারহাট নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজ মাঠে গণসংবর্ধনা ও এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোক্তার হোসেন।
পরে তিনি ঈদুল ফিতর উপলক্ষ্যে দুলার হাটে দু:স্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জামাল মহাজন প্রমূখ।