
মঙ্গলবার, ২১ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পূর্বশত্রুতার জের ধরে হামলা, আহত ১।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পূর্বশত্রুতার জের ধরে হামলা, আহত ১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : লালমোহনে পূর্বশত্রুতার জের ধরে এক পঙ্গু ব্যক্তিকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১৯ মে (রবিবার) দুপুর সোয়া দুইটার দিকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই গ্রামের পাশাপাশি বাড়ির হাচন আলীর বাড়ির পাশে নিজ জমিতে রবি শস্য করে পঙ্গু কৃষক ছালা উদ্দিন। বাড়ির নিকটবর্তী হওয়ার কারণে হাচন আলীর হাঁস মুরগী গরু প্রায় সময় ছালাউদ্দিনের শষ্যের ক্ষতি করে। গরু সামলে রাখতে বললে এবং এলাকার লোকজনকে জানালে ছালাউদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে হাচন আলী হুমকি ধামকি দেয়। ঘটনায় দুপুর অনুমান সোয়া দুইটার দিকে অন্য লোকের গরু ছালাউদ্দিনের ডাল ক্ষেতে এলে সে ওই গরু তাড়াতে যায়। একটি গরু দৌড়ে হাচন আলীর বাড়িতে ঢুকলে সে উত্তেজিত হয়ে ছালাউদ্দিনকে বেদম পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ধরে পঙ্গু ব্যক্তির ওপর অমানুষিক নির্যাতনের দাবি করেন তার পরিবার।