সোমবার, ২০ মে ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » আমেরিকার সঙ্গে যুদ্ধ মানে ইরানের ধ্বংস-ট্রাম্প।। লালমোহন বিডিনিউজ
আমেরিকার সঙ্গে যুদ্ধ মানে ইরানের ধ্বংস-ট্রাম্প।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে ইরান ধ্বংস হয়ে যাবে।
রবিবার (১৯ মে) ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি যুদ্ধ চায়, তাহলে সেটি হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি।’ টুইটে ট্রাম্প আরো বলেন, ‘ইরান যেন ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়।’
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে।
এ অবস্থার মধ্যেই সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান মক্কা নগরীতে আরব লিগ ও উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সদস্যদের বৈঠক ডেকেছেন।
যদিও কয়েক দিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফও বলেছিলেন, যুদ্ধের কোনো সম্ভাবনা নেই।
কিন্তু এসব ঘটনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে ইরানকে লক্ষ্য করে এই হুঁশিয়ারি দিলেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের নিজের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।