বুধবার, ১৫ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চিরন্দ্রিায় শায়িত সাবেক পৌর মেয়র এনায়েত কবির পাটোয়ারী।। লালমোহন বিডিনিউজ
চিরন্দ্রিায় শায়িত সাবেক পৌর মেয়র এনায়েত কবির পাটোয়ারী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলা বিএনপি সভাপতি, পৌরসভার সাবেক মেয়র ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এনায়েত কবীর পাটোয়ারীর জানাযা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
বুধবার (১৫ মে) বেলা আড়াইটায় লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা আদায় শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শুভাকাঙ্খিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ, এনায়েত কবীর পাটোয়ারী ১৪ মে (মঙ্গলবার) রাত আনুমানিক পৌনে নয়টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।