সোমবার, ১৩ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৩ সহোদরকে কুপিয়ে জখম।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৩ সহোদরকে কুপিয়ে জখম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলার বদরপুরে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রুবেল মেলকার (২৮), জুয়েল মেলকার (৩০), মজু মেলকার (৩৫) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে দেবীরচর বাজারে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেবীরচর বাজারের দক্ষিণ মাথায় আব্দুল জব্বার মার্কেটের সামনে ২নং ওয়ার্ড এলাকার মেলকার বাড়ির আইজল মেলকারের ছেলে জুয়েলের সাথে পাশাপাশি বাড়ির সাইদুল মেলকারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুল মেলকারের ছোট ভাই সজিব মেলকার ছুরি দিয়ে জুয়েলের পেটে আঘাত করে।
জুয়েলকে রক্তাক্ত দেখে তার অন্য দু সহোদর রুবেল ও মজু মেলকার এগিয়ে এলে তাদের উপর ফরহাদ মেলকার, মইজল মেলকার, সাইদুল মেলকার ও সজিব দলবদ্ধভাবে হামলা চালিয়ে ৩সহোদরকেই কুপিয়ে গুরুত্বর আহত করে।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিয়ে আসে বলে জানান আহতদের চাচাতো ভাই নাজিম মেলকার।