রবিবার, ১২ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের অসাম্প্রদায়িক চেতনা প্রশমিত হয়- সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের অসাম্প্রদায়িক চেতনা প্রশমিত হয়- সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পর্যায়ের দায়িত্ব নেয়, দেশের অসাম্প্রদায়িক চেতনা, রাজনীতি সেদিন প্রশমিত হয়।
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে শাওন বলেন, ভোলায় ২৩১ মেগাওয়াট বিদ্যুতের কাজ শুরু হয়েছে। এখন ভোলা বরিশাল সেতু নির্মাণের স্বপ্ন দেখে ভোলাবাসী।
রবিবার (১২ মে) লালমোহন উপজেলা ও পৌর আওয়ামীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় একথা বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আরজু, সাংগঠনিক সম্পাদক আ ন ম শাহজামাল দুলাল, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, সহ-সভাপতি হাসান খলিফা, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি তরিকুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক মিজান হাওলাদার, পৌর ছাত্রলীগ সভাপতি মুর্তুজা সজিব, পৌর শ্রমিকলীগের সভাপতি সম্পাদকসহ পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।