বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ব্যবসায়ী নোমান হত্যা’ বিচারের দাবিতে সড়ক অবরোধ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ব্যবসায়ী নোমান হত্যা’ বিচারের দাবিতে সড়ক অবরোধ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, এইচ.এম এরশাদ : ভোলার বোরহানউদ্দিনে মোবাইল ব্যবসায়ী নোমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবোরধ করেছেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় মনিরাম বাজারে সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়ক অবোরধ করে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন।
এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে বক্তারা নোমান হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচার এর আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মামলার তথ্য বিবরণ থেকে যানা যায়, সৌদি প্রবাসী মো: ফিরোজ আলম এর একমাত্র ছেলে নোমান। মনিরাম বাজারে ইলেকটনিক্স এর দোকান ব্যবসা করতেন। ব্যাবসা করা সূত্রে তার সাথে অনেক বন্ধু ঘুরে বেরাতো। এই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে নিখোজঁ হয় নোমান।
গত ৪ মে রাতে বাসা থেকে বের হয়ে নিখোজঁ হয় নোমান। ৫ই মে টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের একটি পুকুর থেকে ল্যাপ পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নোমানের বাবা ফিরোজ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে। এরা হলেন-তুহিন,সোহাগ ও তামিকে আটক করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি ম.এনামুল হক বলেন, যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।