রবিবার, ১২ জুলাই ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকান্ড ৫ দোকান ভস্মিভূত
ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকান্ড ৫ দোকান ভস্মিভূত
ভোলা সংবাদদাতা :ভোলার বোরহানউদ্দিন দালাল বাজারে গতকাল শনিবার পোড়া মবিলের সঙ্গে ক্যামিকেল মিশিয়ে জ্বাল দিয়ে নতুন বানানোর সময় আগুন ধরে গেলে তা ছড়িয়ে পড়ে ৫টি দোকান ভস্মিভুত হয়েছে। এ সময় লোকমান হোসেনের মুদি দোকানের ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া মোতাহারের দোকান, হারুনের কীট নাশকের দোকাও ভস্মিভুত হয়। পরে বোরহানউদ্দিনের ফায়াস সার্ভিস টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, পোড়া মোবিল জ্বাল দিয়ে রাসয়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল নতুন মবিল বানিয়ে বিক্রি করছিল একটি চক্র। ওই কারখানায় হঠাৎ করেই আগুন ধরে যায়। আগুনে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই’র দোকান ভাড়া নিয়ে পোড়া মবিল থেকে ভেজাল মবিল তৈরীর কারখানা দেয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। গতকাল এ নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।