বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাদকবিরোধী সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাদকবিরোধী সমাবেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমেবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোহাম্মদ মোক্তার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ।
সমাবেশে সভাপতিত্ব করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
এসময় উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।