বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সর্বসাধারণের ভালবাসায় সিক্ত সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সর্বসাধারণের ভালবাসায় সিক্ত সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের সাধারণ মানুষ যাকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে পরপর তিনবার এ এলাকার সাংসদ নির্বাচিত করেছেন।
বৃহস্পতিবার (৯ মে) সকালে নির্বাচনী এলাকার সেই সাধারণ মানুষগুলোর মাঝে ফিরে এসেছেন সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকায় এসে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাট পৌছেই সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন শাওন। প্রিয় নেতাকে বরণ করতে ভোররাত থেকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বসাধারণের উপস্থিতি যেন জনসমুদ্রে পরিণত হয়। এদিন ভোর ৬টায় লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌছলেই হাজার হাজার নেতাকর্মী আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান।
নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দেশ্যে সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে দেখা করতে আসতে পেরেছি। আপনারা আমাকে ভোটদিয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি ওয়াদা দিয়েছিলাম আপনাদের সুখেদুঃখে আপনাদের পাশে থাকবো। আল্লাহর রহমতে আপনাদের পাশে আসতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।