মনপুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সীমান্ত হেলাল, মনপুরা : নারী ও শিশু সবার আগে, বিপদে ও দূর্যোগে প্রাধান্য পাবে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার মনপুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১১ জুলাই শনিবার সকাল ১০ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গজনেওয়াজ।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহিম, ডাঃ আবিদুর রহমান, ডাঃ সমিরন কুমার বসাক ও স্বনির্ভর বাংলাদেশ’র ম্যানেজার মোঃ জাফর উল্লাহ। এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও সহকারীগন উপস্থিত ছিলেন।