সোমবার, ৬ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে গ্রাম আদালতের মাসিক সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে গ্রাম আদালতের মাসিক সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গ্রাম আদালতের মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) সকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ খালেদা খাতুন রেখা‘র উপস্থিতিতে এ সমন্বয় সভা হয়। সমন্বয় সভায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে আলোচনা হয়।
আলোচনা সভায় গ্রাম আদালতের মামলার তথ্যের বিষয়ে বলেন, বোরহানউদ্দিন উপজেলার ৯ টি ইউনিয়নে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত মামলা গ্রহণ হয়েছে ১ হাজার ১ শত ১৬ টি, নিস্পত্তি হয়েছে ১ হাজার ৭০ টি।
এসময় ইউএনডিপি‘র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ শফিকুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোঃ জেনারুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান ও উপজেলার ৯ টি ইউনিয়নের গ্রাম আদালত সহকারীগন উপস্থিত ছিলেন।