শনিবার, ৪ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ঘর চাপা পড়ে নারীর মৃত্যু, অর্ধশত ঘর বাড়ি বিধ্বস্ত।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ঘর চাপা পড়ে নারীর মৃত্যু, অর্ধশত ঘর বাড়ি বিধ্বস্ত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার রাতে ঘরচাপা পড়ে রানু বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। তার বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। ওই সময় ঝড়ের তান্ডবে অন্তত অর্ধশত কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এদিকে শনিবার ( ৪ মে) সকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারসহ ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে ঝড়োবাতাসের সাথে ভারি বর্ষণ হয়েছে। তবে ভোর থেকে বৃষ্টি না হলেও আকাশ বেশ মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।