শনিবার, ৪ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পুত্রবধূর হামলায় হাসপাতালে ভর্তি বৃদ্ধা শাশুরি।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে পুত্রবধূর হামলায় হাসপাতালে ভর্তি বৃদ্ধা শাশুরি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুত্রবধু কর্তৃক শাশুরিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ওই গ্রামের বড় বাড়ির মৃত কালু মিয়ার স্ত্রী বৃদ্ধ রেবু আক্তার শনিবার বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার পুত্রবধু মনি আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, আমার বড় ছেলে মিলনের স্ত্রী মনি আক্তার আমার ঘরে বসবাসকরে। আমি বেড়াদিয়ে আলাদা থাকি।
শনিবার ভোররাতে ফণীর আঘাতে আমার ঘরের বেড়া ভেঙ্গে যায়। সেই বেড়া আমার পুত্রবধু নেওয়ার সময় আমি বাধা দিলে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আমার ছোট ছেলে মাকসুদ আমাকে উদ্ধার করার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করে।
তিনি আরো অভিযোগ করে বলেন, আমার স্বামী ২২ বছর আগে মারা যায়। সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার সন্তান আমার কোন খোজ খবর নেয়না, আমাকে কোন খাবার দেয়না।
আজ আমার পুত্রবধু মনি আক্তার ও তার ছেলে সুজন ও শুভ আমাকে পিটিয়ে আহত করেছে। আমি প্রশাসনের কাছে আমার পুত্রবধুর বিচার চাই।
এব্যাপারে মনি আক্তারের কাছে জানতে চাইলে তাকে খুজে পাওয়া যায়নি।