শনিবার, ১১ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের আজাহার রোডে আবারো রাতের আধাঁরে সিঁধ কেঁটে দুই ঘরে চুরি
লালমোহনের আজাহার রোডে আবারো রাতের আধাঁরে সিঁধ কেঁটে দুই ঘরে চুরি
লালমোহন বিডিনিউজ ডেস্ক :: লালমোহনে রাতের আধাঁরে সিঁধ কেঁটে দুই ঘরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগতরাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজাররোডের এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাত ১টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজাররোডের এলাকার ওমান প্রবাসী ইউসুফের বসত ঘরে বেড়া কেঁটে ঘরে হানা দিয়েছে চোরের দল। চোরের টের পেয়ে ঘরের লোক জন চিৎকার দিলে স্বর্ণলংকার সহ বিভিন্ন মালামল নিয়ে চোরের দল পালিয়ে যায় । অপরদিকে আজাররোডের পূর্ব মাথায় ওমর আলী হাজি বাড়ির নয়াভাঙ্গনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজীজুল হকের বসত ঘরে আবারো হানা দিয়েছে চোরের দল। শনিবার দিবগতরাতে ২টার দিকে তার বসত ঘরে সিঁধ কেঁটে প্রবেশ করে টাকা-পয়সা, মোবাইল সহ বিভিন্ন মালামল নিয়ে যায়। তার আগের দিন শুক্রবার রাতে তাদের খাবারের সাথে চেতনাশক ঔষুধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। সেহরীর সময় ওই খারার খেয়ে পরিবারের নারী ও শিশু সহ ৪ জন অচেতন হয়ে পরলে দুবৃর্ত্তরা ঘরের জানালা ভেঙ্গে মালামল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভোর হয়ে যাওয়ায় দুবৃর্ত্তরা পালিয়ে যায়।