শনিবার, ৪ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে “ফণীর” আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত,জোয়ারের পানিতে ডুবে শিশু নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে “ফণীর” আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত,জোয়ারের পানিতে ডুবে শিশু নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ফনির প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে মো: হাসান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঘূণিঝড় ফণীর আঘাতে ১১২টি কাঁচা ঘর, ৫টি বিদ্যালয়, ৭টি মাদ্রাসা ও একটি ব্যাংক ক্ষতিগ্রস্থ হয়েছে।
৩ মে (শুক্রবার) মধ্যরাতে দক্ষিণঅঞ্চলের উপকূলীয় এলাকায় হানা দেয় ঘূর্ণিঝড় ফণী। এর ফলে সৃষ্ট জোয়ারের পানিতে লালমোহনের খাল বিল টইটম্বুর হয়ে যায়। এতে চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. জসিমের ৬ বছরের শিশু হাসান খালের ডুবে মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান খন্দকার, লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম ঘটনাস্থলে গিয়ে শিশুর পরিবারকে শান্তনা প্রদান করেন।
এছাড়া মেঘনা নদীর তীরবর্তী মঙ্গলসিকদার ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গিয়ে শিশু ও নারীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন ইউএনও হাবিবুল হাসান রুমি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস জানান, লালমোহনে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ৯০টি কাঁচা ঘর আংশিক ও ২২টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। মাদ্রাসা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৭টি এবং আংশিক ১৫টি, স্কুল সম্পূর্ণ ৫টি এবং আংশিক ২২টি। এছাড়া মঙ্গলসিকদার কৃষি ব্যাংক ভবনের চাল উড়ে গেছে।