শনিবার, ৪ মে ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে প্রতিপক্ষের হামলা আহত-৩।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে প্রতিপক্ষের হামলা আহত-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লার হাট বাজারে জমি ও ঘর নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মৃত খলিলুর রহমানের ছেলে মোতাছিন বিল্লা (৬৫), মৃত জয়নাল আবদিনের ছেলে খোকন (৪০) ও আহত মোতাছিন বিল্লার ছেলে শাহে আলম (৩৫) গুরুতর জখম হয়েছে।
শনিবার (৪ মে) সকাল আনুমানিক ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি ও মোল্লারহার বাজারে একটি ঘর নিয়ে বিরোধে হামলা চালায় একই এলাকার খালেকের ছেলে মাইনুদ্দিন (২৬), রায়হান (২৩) ও মহিবুল্লাহ (৩০) সহ অজ্ঞাত আরো ৩ জন। হামলায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় মাইনুদ্দিন ও সফিক নামের দুই জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
স্থানীয় চকিদার নুরুজ্জামান, বাজার ব্যবসায়ী খোকন ব্যপারী, ছিডু ব্যপারী, ফারুক ঢালীসহ একাধিক ব্যবসায়ীরা জানায়, মোল্লারহাট বাজারে একটি ঘর নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, কিন্তু ঘরটির প্রকৃত মালিক মোতাছিন বিল্লাহ। ফণীর আঘাতে ঘরটি ভেঙ্গেেগেলে মোতাছিন বিল্লাহ তার ঘরটি মেরামত করছিল। কিছুক্ষন পরেই মাইনুদ্দিন সহ তারা ৩ ভাই লোহার রড ও হাতুড়ি নিয়ে মোতাছিন বিল্লাহ গংদের উপর হামলা চালায়।
এসময় তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠাই বলেও জানান তারা।
এঘটনায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।